Monday 17 April 2023

শবে কদরের ফজিলত ও দোয়া | শবে কদরের আমলসমূহ ২০২৩ | শবে কদরের নামাজের নিয়ম | শবে কদরের নামাজ কত রাকাত

শবে কদরের ফজিলত ও দোয়া | শবে কদরের আমলসমূহ  ২০২৩ | শবে কদরের নামাজের নিয়ম

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?  আজকে আমরা জানবো শবে কদরের আমলসমূহ সম্পর্কে। শবে কদর অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্যরজনী। শবে কদর শব্দটি মূলত ফারসি শব্দ। এর আরবি শব্দ হচ্ছে লাইলাতুল কদর। শবে কদরের আরবি হল লাইলাতুল কদর ।  পবিত্র রমজান মাসের শেষ ১০ দিনের বেজোড় তারিখে দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। অর্থাৎ রমজান মাসের ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ তারিখ রাতে আমাদের এই মহিমান্বিত রাত শবে কদর অনুসন্ধান করতে হবে। মুসলমানদের  জন্য এই রাত অত্যন্ত মহিমান্বিত একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাত ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটান। মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনেক মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত বর্ষিত হয়। 

শবে কদরের ফজিলত ও দোয়া | শবে কদরের আমলসমূহ  ২০২৩ | শবে কদরের নামাজের নিয়ম | শবে কদরের নামাজ কত রাকাত

শবে কদরের  আমলসমূহঃ 

ইবাদাতের মধ্যে যিকির খুবই ফজিলতপূর্ণ। যিকিরের মাধ্যমে বান্দা এবং আল্লাহর মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয়। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, ফা’ফু আন্নি (হে আল্লাহ্‌! নিশ্চয় আপনি ক্ষমাশীল। ক্ষমা করাটা আপনি পছন্দ করেন) এ দোয়াটি বেশি বেশি পাঠ করা। বেশি করে কুরআন পাঠ করা। অধিক দান-সদকা করা।অতীতের সকল গুন্নাহ ও পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া। আল্লাহর প্রশংসা ও গুণগান করা। 

শবে কদরের নামাজঃ 

লায়লাতুল কদর বা শবে কদরের নামাজ এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। আপনি চাইলে দুই রাকাত করে নফল নামাজ সারারাত পড়তে পারেন। লাইলাতুল কদরের নফল নামাজ পড়তে হয় এছাড়াও বিভিন্ন এবাদত করতে হয়।আপনি যতো খুশি ততো রাকাত নামাজ পড়তে পারেন।
লাইলাতুল কদরের রাতে নামাজ পড়লে অবশ্যই দুই রাকাত করে পড়তে হবে। সেই নামাজে অবশ্যই নফল হিসেবে নিয়ত করতে হবে। আপনি চাইলে দুই রাকাত নফল নামাজ এশার নামাজের পরে শুরু করে ফজরের নামাজের আগ পর্যন্ত যত খুশি ততবার পড়তে পারেন।






No comments:

Post a Comment