Add

কোর্ট ম্যারেজ কি? কোর্ট ম্যারেজ করতে কি কি লাগে? কোর্ট মেরেজ করতে কত টাকা লাগবে? কোর্ট ম্যারেজ কোথায় করবেন?

কোর্ট ম্যারেজ কি? কোর্ট ম্যারেজ করতে কি কি লাগে? কোর্ট মেরেজ করতে কত টাকা লাগবে? কোর্ট ম্যারেজ কোথায় করবেন?

কোর্ট ম্যারেজ কি? What is court marriage?  
কোন প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ে স্বামী-স্ত্রী হিসাবে ঘর সংসার করার জন্য, নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সত্যায়ন করা, হলফনামায় অঙ্গীকারবদ্ধ হওয়াকে কোর্ট ম্যারেজ বলে।

কোর্ট ম্যারেজ কি? কোর্ট ম্যারেজ করতে কি কি লাগে? কোর্ট মেরেজ করতে কত টাকা লাগবে? কোর্ট ম্যারেজ কোথায় করবেন?



কোর্ট ম্যারেজ করতে কি কি লাগে?/ Requirement Documents for court marriage 
 
১। দুই জন প্রাপ্ত বয়স্ক পুরুষ সাক্ষি। (হিন্দুদের ক্ষেত্রে চার জন)

২। দুই কপি ছবি। (ছেলে মেয়ে উভয়ের)

৩। এন আই ডি/ এস এস সি, এইচ এস সি সনদ/ জন্ম সনদ। (ছেলে মেয়ে উভয়ের)

কোর্ট মেরেজ করতে কত টাকা লাগবে?

কাবিন নামায় ৪ লাক্ষ টাকা পর্যন্ত প্রতি হাজারে ১২.৫০ টাকা (লাখে ১২৫০ টাকা), এবং পরবর্তি প্রতি লাখ বা তার অংশ বিষেশের জন্য ১০০ টাকা প্রদান করতে হবে। 
সাথে কাজি সাহেব রেজিঃ ফি +যাতায়াত খরচ+কমিশন+শরা পরানো বাবদ টাকা চাইতে পারেন। (আমরা ১২.৫০ টাকার বেশি নেই না, আমাদের সম্পর্কে জানুন (Click Here) 

এবার আপনি ভাবুন আপনি কত টাকা কাবিন করবেন আর আপনার খরচ কত হবে? 
মনে করেন আপনি কাবিন করবেন ৬ লক্ষ টাকা, তাহলে আপনার কাবিন খরচ হবে, প্রথম চার লক্ষ টাকায় (১২৫০*৪) ৫০০০ টাকা, এবং পর বর্তি দুই লাখে (১০০*২) ২০০ টাকা। মোট কাবিন খরচ (৫০০০+২০০) ৫২০০ টাকা। তাহলে আপনার কাজি অফিসের কাজ শেষ (৫০০০+২০০) ৫২০০ টাকায়। 
এবার আসুন কোর্ট ম্যারেজ ফি ৩০০০ টাকা (উকিল, নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের  ফি, স্টাম্প সহ) তবে অনেক সময় এটা কিছু কম বেশি হয়ে থাকে। 
তাহলে আপনার ৬ লক্ষ টাকা কাবিন নামা এবং কোর্ট ম্যারেজ করতে মোট খরচ হবে (৫২০০+৩০০০) ৮২০০  টাকা। 

 বি. দ্র. হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য এই হিসাব প্রযোজ্য নয়।

কোর্ট ম্যারেজ কোথায় করবেন?
সুতারাং একজন আইনজিবী, নোটারি পাবলিকের কার্যালয়ে, প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের কার্যালয় এর প্রয়োজন  
এক্ষেত্রে কোর্ট হচ্ছে উত্তম জাগায় এখানে আপনি সব পেয়ে যাবেন।

কত বয়স লাগে কোর্ট ম্যারেজ করতে? 
বয়স অবশ্যই ছেলে একুশ ও  মেয়ে আঠারো হতে হবে। তবে কিছু ক্ষেত্রে বয়সের শিথিলতা রয়েছে।













No comments

Powered by Blogger.