Add

পাল্টে যাচ্ছে বাংলাদেশের জমির মালিকানার নিয়ম। একজনের খতিয়ান হবে একটি

পাল্টে যাচ্ছে বাংলাদেশের জমির মালিকানার নিয়ম। একজনের খতিয়ান হবে একটি

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ভূমি মন্ত্রীর অকালান্ত পরিশ্রমে বিভিন্ন রকম হয়রানি বন্ধে এবং জমির কাগজপত্র ডিজিটাল করার লক্ষ্যেই ভূমি মন্ত্রণালয় তাদের সেবাকে 2023 সালের মধ্যে অনেক কিছু আপডেট হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে ডিজিটাল খতিয়ান। বর্তমানে আমাদের যে রেকর্ড হচ্ছে সেটি হচ্ছে ডিজিটাল সার্ভে। এই ডিজিটাল সার্ভের মাধ্যমে আপনি আপনার জমি জমা সংক্রান্ত সকল সেবা অনলাইনে পাবেন। জমির মালিকানার নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে। আমাদের দেশে আগে যে রেকর্ডগুলো হয়েছে সেখানে বড় সমস্যা হচ্ছে একই খতিয়ানে একাদিক ব্যক্তির নাম। মাননীয় ভূমি সচিব জনাব মোস্তাফিজুর রহমান বলেছেন মাল্টিপল মানুষের নাম খতিয়ানে মাল্টিপল দাগের উল্লেখ থাকে।


পাল্টে যাচ্ছে বাংলাদেশের জমির মালিকানার নিয়ম। একজনের খতিয়ান হবে একটি

জমির মালিকদের জন্য এ্যপস থাকবে। এ্যপসের মাধ্যমে জমির মালিকগণ জমি সংক্রান্ত সকল তথ্য পাবেন। জমির মালিক জমিতে গিয়ে এ্যাপস চালু করলে জমির লোকেশ, পরিমান, খাজনা সকল তথ্য পেয়ে যাবে। জমি রেজিষ্ট্রেশনের সময় নামজারি হয়ে যাচ্ছে নামজারি, অনলাইনে খাজনা খাজনা আদায় করা হচ্ছে এতে করে মানুষের ভোগান্তি কমবে। ভূমি ডাটা ব্যাংকের মাধ্যমে মানুষ জানতে পারবে জমিটি এর আগে কোথাও বিক্রি করা হয়েছে কিনা? বা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক রাখা হয়েছে কিনা? জমি আগের বিক্রি গোপন করে আর পরে বিক্রি করতে পারবেনা। আপনি যখন জমি বিক্রি করবেন তখন আপনার খতিয়ান হতে জমির পরিমান বিয়োগ হয়ে যাবে। এবং প্রত্যেকের নামে আলাদা আলাদা খতিয়ান হবে। জমি সংক্রান্ত বিরোধ অনেক আংশে কমে আসছে। কারন এখন আর জমির জাল জালিয়াতি করার সুযোগ নাই। বাংলাদেশে জমি সংক্রান্ত যত মামলা অন্য কোন বিষয়ে এত মামলা নেই।


 

No comments

Powered by Blogger.